যশোরে গর্ভের ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে মামলাটি করা হয়।
বিচারক মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলাটির পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই।