![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmgm-1-20210528122730.jpg)
এমজিএমের পেছনে অ্যামাজন সাড়ে ৮শ কোটি ডলার খরচের কারণ কী?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ মে ২০২১, ১২:২৭
মেট্রো-গোল্ডউইন-মেয়ার বা এমজিএম হলিউডের অন্যতম ক্ল্যাসিক একটি স্টুডিও। টম অ্যান্ড জেরি, দ্য উইজার্ড অব অজ, জেমস বন্ডের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো যে তাদেরই। দু’দিন আগে ৮৪৫ কোটি ডলারে এমজিএম কিনে নিয়েছে বর্তমান বিশ্বের সর্বোচ্চ ধনী জেফ বেজোসের প্রতিষ্ঠান অ্যামাজন। গত শতাব্দীতে একের পর এক প্রযুক্তিগত জটিলতায় ঝিমিয়ে পড়া স্টুডিওটি এ ধরনের একটি টেক জায়ান্টের হাতে পড়ায় তাদের নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন অনেকে। অবশ্য এতে এমজিএমের ঐহিত্য বিনষ্ট হওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ।