![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/28/nato-countries-flags-280521-01.jpg/ALTERNATES/w640/nato-countries-flags-280521-01.jpg)
বেলারুশের প্রতি নরম হতে নেটো-মিত্রদের চাপ দিয়েছে তুরস্ক
ভিন্নমতাবলম্বী সাংবাদিককে গ্রেপ্তারে উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে নিজ দেশে নামতে বাধ্য করার ঘটনায় বেলারুশের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার সুর নরম করতে নেটো জোটের মিত্রদের চাপ দিয়েছে তুরস্ক।
এই বিষয়ে অবগত দুই কূটনীতিকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।