![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/28/gates-foundation-welcome-plaque-280521-01.jpg/ALTERNATES/w640/gates-foundation-welcome-plaque-280521-01.jpg)
ফাউন্ডেশনে পরিবর্তন আনতে আলোচনায় বিল ও মেলিন্ডা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ মে ২০২১, ১১:৩২
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন এনে আরও সুশাসন ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা শুরু করেছে এই দাতব্য সংস্থার যৌথ কর্ণধার বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
এই আলোচনায় সংশ্লিষ্টদের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।