৯১ কিমি বাঁধের ক্ষতি, কয়েক শ গ্রাম প্লাবিত

প্রথম আলো শ্যামনগর প্রকাশিত: ২৮ মে ২০২১, ০৮:০৮

কেটে গেছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব। ফুটে উঠছে উপকূলভাগে ক্ষয়ক্ষতির চিহ্ন। অধিক উচ্চতার জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকে তলিয়ে গেছে কয়েক শ গ্রাম। ভেসে গেছে মাছ ও চিংড়ির ঘের। তিন দিন ধরে উপকূলীয় এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।


ইয়াসের প্রভাবে মূলত দক্ষিণ উপকূল ও উপকূল-সংলগ্ন ৯টি জেলা বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং চট্টগ্রামের কক্সবাজার ও নোয়াখালীতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এর মধ্যে চার জেলায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। আর সাত জেলায় প্রায় ৯১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে প্রায় ৬৮২টি গ্রাম ও ৫০টি চরাঞ্চল। উপরোক্ত ১১ জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৎস্য বিভাগ, কৃষি কার্যালয়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসন সূত্রে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও