![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fc0d9a160-9d59-4784-b707-fa1fcf4c45a4%252Fperiod.jpg%3Fw%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
স্কুলে মেয়েরা কেন লম্বা আয়না চায়?
স্বামী-স্ত্রী একসঙ্গে আক্রান্ত হয়েছিলাম। এক দিন আগে-পরে। একই রুমে বন্দী হয়ে করোনার সঙ্গে লড়াই করে মাত্র মুক্তি মিলল।দুজনের একই সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে, একই খাবার খেয়েছি। তারপরও আমার অবস্থাটাই যেন বেশি নাজুক ছিল। প্রকৃত কারণ গবেষক-চিকিৎসকেরা বলতে পারবেন, কিন্তু আমার মনে হয়, আমার করোনাকালীন সবচেয়ে জটিলতম সময়কে আরও জটিল করে দিয়েছিল দীর্ঘদিন ধরে চলা অতিমাত্রার পিরিয়ড।