কলকাতায় আজ জল জমতে পারে

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ২৭ মে ২০২১, ১৩:৫৭

যে ভাবে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) আছড়ে পড়ার কথা ছিল শহরে, বাস্তবে তা হয়নি। মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাস্তবে একেবারেই সামান্য বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। কিন্তু, ভরা কোটাল থাকার সুবাদে গঙ্গার জলস্তর উপচে পড়েছে। সে জন্য, দক্ষিণ কলকাতার কয়েকটি অঞ্চল জলমগ্ন হয়েছে বুধবার। যা টানা ঘণ্টাখানেক বৃষ্টি হলেই শহরের চেনা ছবি।


তবে ঘটনা হলো, আজ, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভরা কোটাল থাকবে। ফলে, বুধবার রাতে বৃষ্টি হলে শহরে বিক্ষিপ্তভাবে জল জমার আশঙ্কা করছে পুরসভার নিকাশি বিভাগ। জল জমলে কত তাড়াতাড়ি তা বার করা যায়, সেটাই বড় চ্যালেঞ্জ পুর কর্তৃপক্ষের কাছে। নিকাশি বিভাগের এক কর্তা যদিও জানাচ্ছেন, এদিন যা যা ব্যবস্থা ছিল, সে সবই থাকছে, আজ বৃহস্পতিবারেও। যতক্ষণ না শহর পুরোপুরি জল মুক্ত হচ্ছে কাজ চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও