সন্দ্বীপে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে জোয়ারের পানি
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপে বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের পানি লোকালয়ে প্রবেশ করেছে।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে প্রবল জোয়ারে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের একটি স্পটে ভাঙ্গা বাঁধ দিয়ে আরও ২ থেকে ৩ টি জায়গায় বেড়িবাঁধ উপচে জোয়ারের লোনা পানি প্রবেশ করেছে।
জোয়ারের পানিতে বেড়িবাঁধ এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের চাষাবাদের জমির ফসল, পুকুরের মাছ ও খামারের হাঁস-মুরগী ভেসে গেছে। হঠাৎ জোয়ারের তাণ্ডব দেখে বেড়িবাঁধের এলাকার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।