![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F08%252F14%252F017fba3b6839ae48f0c61e153dce9482-5d540efb909f6.jpg%3Frect%3D0%252C14%252C647%252C340%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আজ কলকাতা হাইকোর্টে ফের নারদা মামলার শুনানি
ভারতের পশ্চিমবঙ্গে চাঞ্চল্যকর নারদা দুর্নীতি মামলায় গ্রেপ্তার চার নেতার জামিন পুনর্বিবেচনার শুনানি আবারও হবে কলকাতা হাইকোর্টে। আজ বৃহস্পতিবার এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
এ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি শেষে ২৫ মে তা গ্রহণ না করে ফিরিয়ে দেন কলকাতা হাইকোর্টে। আদালতের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন