২৬ মে (২০২১) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করেছেন। ভাইরাসের বিস্তার রোধে ২০২০ সালের ১৭ মার্চ শুরু হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন (২০২১) অবধি বর্ধিত করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়েও তিনি সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন।
এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের আবাসিক হলসমূহ খুলে দেওয়ার বিষয়েও করোনা ভ্যাকসিনের আওতায় শিক্ষার্থীদের আনার কথাও বলা হয়েছে। সব মিলে বরাবরের মতো এবারও শিক্ষামন্ত্রীর সুচিন্তিত মতামত প্রকাশ পেয়েছে। কিন্তু শিক্ষা সংকটের মধ্যে পড়ে ধৈর্য্যহারা জনগণের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। তবে গত দেড় বছর যাবৎ শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে, যার ফলে শিক্ষার অগ্রগতিকে অটুট রাখা সম্ভব হয়েছে।