উদ্বেগের প্রহর কাটিয়ে যুদ্ধজয়ের হাসি শহরের

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২৭ মে ২০২১, ০৭:০৬

ঠোঁটে চওড়া হাসি। চোখে-মুখে যেন যুদ্ধজয়ের স্বস্তি! বুধবার দুপুর সাড়ে তিনটেয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্টো দিকের ওষুধের দোকানের শাটার তুলে প্রবল উত্তেজিত দোকানমালিক বললেন, ‘‘এতক্ষণে শান্তি। এ বারের মতো ঝড়ের ফাঁড়া মনে হচ্ছে কেটে গিয়েছে। জরুরি সামগ্রী হলেও সকাল থেকে দোকান খোলার সাহসই দেখাতে পারছিলাম না!’’ পাশে দাঁড়ানো ব্যক্তির মন্তব্য, ‘‘ওষুধ নিতে আসব কী, অসুস্থ বাবাকে ধরে ভয়ের প্রহর গুনছিলাম। এখন নিশ্চিন্ত।’’


স্বস্তির শ্বাস ফেলছেন প্রতাপাদিত্য রোডের রঙ্গন মিত্রও। সকাল ৯টা নাগাদ তাঁদের বাড়ির বারান্দার একাংশ নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি গাছ। বেলা বাড়লে বিপদ আরও বাড়তে পারে, সেই আতঙ্ক কাটিয়ে বিকেলে রঙ্গনের মন্তব্য, ‘‘এত স্বচ্ছন্দে দিনটা যে কেটে যাবে ভাবিইনি। সকালে ওই ঘটনার পর থেকে উদ্বেগে যেন সময় কাটছিল না!’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও