ফুটপাতে প্রতিদিন আড়াই লাখ টাকার চাঁদাবাজি

ইত্তেফাক রূপগঞ্জ প্রকাশিত: ২৭ মে ২০২১, ০৬:৪৪

রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় চাঁদাবাজি থামছে না। বেপরোয়া এসব চাঁদাবাজরা মহাসড়কের ওপরে যেখানে সেখানে দোকান বসিয়ে ইচ্ছেমতো চাঁদাবাজি করছে। প্রায় চার শতাধিক দোকান বসিয়ে দৈনিক আড়াই লাখ টাকা চাঁদা আদায় করছে বলে জানা গেছে। এতে মহাসড়কে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি ভুলতা ফ্লাইওভার ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।


জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল মোড় হতে গাউছিয়া মোড়, ভুলতা ফ্লাইওভারের নিচে ও ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে পর্যন্ত উভয়দিকে ফুটপাতে প্রায় চার শতাধিক অবৈধ দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে এককালীন জামানত ১০ হাজার টাকা করে আদায় করছে চাঁদাবাজরা। আর প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা করে আদায় করছে। জানা গেছে, এ টাকা স্থানীয় যুবলীগ নেতা ও ভুলতা পুলিশ ফাঁড়ির পকেটে যাচ্ছে। চাঁদাবাজি নিয়ে উপজেলা ছাত্রলীগের সঙ্গে ইউনিয়ন যুবলীগের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও