আমপান (প্রকৃত উচ্চচারণে 'উমপুন') থেকে শিক্ষা নিয়ে অনেক সচেতন কলকাতা। ঘূর্ণিঝড় ইয়াস-এর খবর আসতেই আগাম সতর্কতা শহর জুড়ে। বড় বড় গাছ কেটে ছোট করার পাশাপাশি খুলে ফেলা হয়েছে বিজ্ঞাপনের বড় হোর্ডিং। তার পরেও গাছ পড়েছে পূর্ব কলকাতার বাঙুরে। আনন্দবাজার ডিজিটালকে এ কথা জানিয়েছেন ওই অঞ্চলের বাসিন্দা ঋত্বিকা সেন। অভিনেত্রীর দাবি, ‘‘২০২১-এ অতিমারির প্রথম ঢেউয়ের সঙ্গেই এসেছিল আমপান। যার ক্ষত এখনও টাটকা। ২০২১-এর ছবিটাও প্রায় এক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি মানুষকে যুঝতে হচ্ছে ইয়াস ঘূর্ণিঝড়ের সঙ্গে।’’ তাঁর এও মত, আগাম সতর্কতার কারণেই গাছ পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মৃত্যুর খবরও শোনা যায়নি।
You have reached your daily news limit
Please log in to continue
Cyclone Yaas: বড় বড় গাছ পড়েছে বাঙ্গুরে, আশ্রয়হীন হয়ে ঘুরছে পথপশুরা: ঋত্বিকা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন