Cyclone Yaas: বড় বড় গাছ পড়েছে বাঙ্গুরে, আশ্রয়হীন হয়ে ঘুরছে পথপশুরা: ঋত্বিকা
আমপান (প্রকৃত উচ্চচারণে 'উমপুন') থেকে শিক্ষা নিয়ে অনেক সচেতন কলকাতা। ঘূর্ণিঝড় ইয়াস-এর খবর আসতেই আগাম সতর্কতা শহর জুড়ে। বড় বড় গাছ কেটে ছোট করার পাশাপাশি খুলে ফেলা হয়েছে বিজ্ঞাপনের বড় হোর্ডিং। তার পরেও গাছ পড়েছে পূর্ব কলকাতার বাঙুরে। আনন্দবাজার ডিজিটালকে এ কথা জানিয়েছেন ওই অঞ্চলের বাসিন্দা ঋত্বিকা সেন। অভিনেত্রীর দাবি, ‘‘২০২১-এ অতিমারির প্রথম ঢেউয়ের সঙ্গেই এসেছিল আমপান। যার ক্ষত এখনও টাটকা। ২০২১-এর ছবিটাও প্রায় এক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি মানুষকে যুঝতে হচ্ছে ইয়াস ঘূর্ণিঝড়ের সঙ্গে।’’ তাঁর এও মত, আগাম সতর্কতার কারণেই গাছ পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মৃত্যুর খবরও শোনা যায়নি।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেত্রী
- গাছ
- পথশিশু
- ঘূর্ণিঝড় ইয়াস
- ঋত্বিকা সেন