দুধ বেচে জীবন চলে দৃষ্টিপ্রতিবন্ধীর
ঝালকাঠি সদর উপজেলার বুক চিরে বয়ে গেছে সুগন্ধা নদী। নদীর উত্তর পাড়ে শহর ও দক্ষিণ পাড়ে পোনাবালিয়া ইউনিয়ন। ওই ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে নদী পার হয়ে শহরে দুধ বিক্রি করেন দৃষ্টিপ্রতিবন্ধী মিলন সিকদার। তিনি কাঞ্চন সিকদারের ছেলে।
মিলন বলেন, জন্মের পর থেকেই চোখে কম দেখি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ধারণক্ষমতাও কমতে থাকে। স্থানীয় আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় দু’চোখের অবস্থা আরও করুণ হওয়ায় পড়াশোনায় সামনে এগানো হয়নি।