![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fmohammad-rana.jpg%3Fitok%3D9TLTd2Kn)
সৌদিগামী কর্মীদের নগদ অর্থ সহায়তা দেবে সরকার
সৌদি সরকার ঘোষিত নতুন ভ্রমণ নির্দেশিকার কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী বাংলাদেশি শ্রমিকরা। এ অবস্থায় আর্থিক অনটনের শিকার এসব কর্মীদের নগদ অর্থ সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক জন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, সৌদিগামী কর্মীদের বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আগামী ৩০ মে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে তাদের কীভাবে অর্থ সহায়তা দেওয়া যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে।
মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সভার আলোচ্য সূচিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে মাত্রাতিরিক্ত বিমান ভাড়া, বিদেশগামী কর্মীদের টিকাদান প্রসঙ্গ এবং সৌদি আরবে পৌঁছানোর পর কর্মীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।