![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-10-20210526101914.jpg)
সোলস ব্যান্ডের ড্রামার সুব্রত বড়ুয়া রনি আর নেই
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মে ২০২১, ১০:১৯
বাংলাদেশের সোনালি দিনের তুমুল জনপ্রিয় ব্যান্ড সোলস। এ গানের দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি। তিনি আজ মারা গেছেন।
গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী নিশ্চিত করেছেন, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ ২৬ মে ভোর ৫ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রনি।