ইয়াস মোকাবিলায় রাতভর কন্ট্রোল রুমে দিদি
ঠিক এক বছর পাঁচ দিন আগের ঘটনা। সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে যখন ত্রস্ত কলকাতা-সহ সারা বাংলা, তখন গভীর রাত পর্যন্ত নবান্নে কন্ট্রোল রুম নিজেই সামলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই ছবি মঙ্গলবারও। এ বার চোখ রাঙাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল থেকেই বিভিন্ন জেলায় কোথাও বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও স্থানীয় ভাবে ঝড়ের খবর আসছে মুহুর্মূহু। আজ, বুধবার সকালে আছড়ে পড়ার কথা ইয়াসের। তার আগে ফের সেই মুখ্যমন্ত্রী মমতাই দিনভর তাঁর প্রশাসনিক অফিসারদের নিয়ে সামলালেন কন্ট্রোল রুম। এদিন বেলা পৌনে বারোটা নাগাদ তিনি নবান্নে পৌঁছন। এসেই চলে যান পাশে উপান্নের কন্ট্রোল রুমে। রাজ্যের কোথায় কী অবস্থা, তার সরাসরি খোঁজখবর নিয়ে চলে আসেন নবান্নে। আসন্ন দুর্যোগের প্রাকমুহূর্তে হাল-হকিকত খতিয়ে দেখতে বিভিন্ন জেলার ডিএমদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। দফায় দফায় কথা বলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিপর্যয় মোকাবিলা সচিব-সহ প্রশাসনিক ও পুলিশকর্তাদের সঙ্গে।