হাসপাতালের বারান্দার গ্রিলে ঝুলছে ফুলের মালা। আর তার সামনে হাতজোড় করে মন্ত্রপাঠ করছেন তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার এমনই দৃশ্য SSKM-এ। তবে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মদন কোনও উত্তর দেননি। মন্ত্রপাঠের পর তিনি চলে যান নিজের কেবিনে। এ দিনই SSKM হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নারদ মামলায় গ্রেপ্তার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে সুব্রত ও মদন হাসপাতালে ভর্তি ছিলেন। মদনের গলায় ছোট টিউমার ধরা পড়ায় SSKM-এ এখন তাঁর চিকিৎসা চলবে। সুব্রতর স্পিচ থেরাপি চলছিল। কিছুটা সুস্থ হওয়ায় এ দিন সুব্রতকে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের হাতে তুলে দেন SSKM কর্তৃপক্ষ। সেখান থেকে পুলিশি ব্যবস্থাপনায় রাতে সুব্রত বাড়ি ফেরেন। আদালতের নির্দেশে তিনি আপাতত গৃহবন্দি থাকবেন।
You have reached your daily news limit
Please log in to continue
SSKM-এ মন্ত্রপাঠ করে পুজো মদনের, হাসপাতালের বারান্দা সাজানো হল মালা দিয়ে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন