![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/25/india-cyclone-odissha-wbengal-250521-01.jpg/ALTERNATES/w640/india-cyclone-odissha-wbengal-250521-01.jpg)
ইয়াস: উপকূলের ১০ লাখের বেশি মানুষকে সরিয়ে নিচ্ছে ভারত
পশ্চিম উপকূলে প্রাণঘাতী একটি ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েকদিন পর ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের পথে থাকা ১০ লাখের বেশি মানুষকে সরিয়ে নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঝড় বুধবার ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
"বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে," বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে এমনটাই বলেছেন আইএমডির প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র।