You have reached your daily news limit

Please log in to continue


নতুন চ্যালেঞ্জের জন্যে এবার তৈরি সাহসী Sreelekha Mitra

অন্যরূপে ফিরছেন Sreelekha Mitra। দীর্ঘ সময় ধরে টেলিভিশন এবং ছবিতে দাপটের সঙ্গে কাজ করার পর বেশ কিছুদিন নজরের আড়ালে ছিলেন শ্রীলেখা মিত্র। সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে বেশ কিছু রাজনৈতিক তরজায়। কিন্তু সেই সব পিছনে ফেলে এবার সামনে চলে এল নায়িকা সম্পর্কিত আরও এক খবর। অভিনয়ের নিজের দক্ষতা দেখানোর পর এবার শ্রীলেখাকে (Sreelekha Mitra)দেখা যাবে পরিচালকের আসনে।

ইতোমধ্যে তাঁর প্রথম ছবির কাজ শেষ হয়ে গিয়েছে। Bitter Half ছবির এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে। তবে এখানেই থেমে যাননি শ্রীলেখা। শুরু করে দিয়েছেন তাঁর পরের ছবির চিত্রনাট্যের কাজ। একটি সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ভালো ছাত্রী বলে মনে করি। এই ইন্ডাস্ট্রিতে আমার গোটা সফরে একটা জিনিস খুব মন দিয়ে শিখেছি, সেটা হল স্টোরিটেলিং। এতদিন যা শিখেছি এবার তা নিয়েই ক্যামেরার অন্যদিকে থেকে কাজ করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন