 
                    
                    পুরাতন ক্ষত না সারতেই নতুন ক্ষতের পূর্বাভাস!
ঘূর্ণিঝড় আম্ফানের এক বছর কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসছে সুন্দরবন সংলগ্ন উপকূলের দিকে। সর্বশেষ আম্ফানের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী, প্রবল ঘূর্ণিঝড় ইয়াসে ফের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সবাই।
বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, বাগেরহাটের শরণখোলা, মোংলার নদীর তীর ও বেড়িবাঁধের পাশে প্রায় ২০ লক্ষাধিক মানুষের বসবাস। গত ১৫ বছর ধরে খুলনার এসব উপকূলীয় অঞ্চলে একের পর এক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডোসহ প্রাকৃতিক দুর্যোগে বারংবার মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                