দিনাজপুরে ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন পান চাষিরা

বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর প্রকাশিত: ২৫ মে ২০২১, ১৭:২৯

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন, গত বছর বন্যা এবং বিভিন্ন রোগের কারণে সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও আবার ঘুরে দাঁড়িয়েছেন দিনাজপুরের পান চাষিরা। করোনার প্রথমদিকে ক্রেতা সংকট হওয়ায় ক্ষতির মুখে পড়েন চাষিরা। কিন্তু সে অবস্থা এখন কেটে যাওয়ায় চাহিদার পাশাপাশি ফলন ও দাম ভালো হওয়ায় তারা খুশি। পানের বরজে আবারও অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।


অন্যান্য ফসলের চেয়ে দীর্ঘমেয়াদী ফসল হিসেবে পান চাষ তুলনামূলক খরচ কম এবং লাভজনক। মৌসুমে পানের ব্যাপক চাহিদা ও বাজার মূল্য ভাল থাকায় দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, খানসামাসহ বিভিন্ন উপজেলার কয়েক গ্রামের মানুষ এই চাষ করে আত্মনির্ভরশীল হয়েছেন। তাই করোনার কারণে ক্ষতিগ্রস্তরা পান চাষে সরকারি প্রণোদনা চেয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও