কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এসি থেকে কি করোনা ছড়াতে পারে! কী বলছে WHO-র গাইডলাইন?

এইসময় (ভারত) ভারত প্রকাশিত: ২৫ মে ২০২১, ১৭:২৭

"করোনার জীবাণু তো বাতাসে উড়ে বেড়াচ্ছে। যারা সারাক্ষণ এয়ার কন্ডিশনে বসে থাকে মানে ওই বড়লোকরা আর কি ওদেরই তো বেশি রোগ হচ্ছে।সব পটাপট মরে যাচ্ছে। হুঁ হুঁ বাবা, সারাদিন এসি-তে থাকার এবার ঠ্যালা সামলা। আমরাই বাবা ভালো আছি।"


সকালের দিকে পাড়ার মুদি দোকানে গিয়ে এই কথাগুলো কানে এল তপনবাবুর। শুনেই বুকটা ধরাস করে ওঠে। বাতাসে করোনা ভাসছে? এসি থেকে করোনা হয়ে লোকে মরে যাচ্ছে। ভেবে দেখলেন তাঁর পরিচিত যে কজনের মৃত্যু হয়েছে তাঁদের সবার বাড়িতেই এসি আছে। সর্বনাশ তাঁর বাড়িতেও তো এসি আছে। তাহলে কি তিনিও...।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও