কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারদ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, মামলা প্রত্যাহার CBI-এর

এইসময় (ভারত) সুপ্রিম কোর্ট, নয়া দিল্লি প্রকাশিত: ২৫ মে ২০২১, ১৭:২৬

ফের নাটকীয় মোড় নারদ মামলায় (Narada Case)। এবার সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে মামলা প্রত্যাহার করল CBI। ফলে হাইকোর্টের (Calcutta High Court) বৃহত্তর বেঞ্চেই ফের এই মামলার শুনানি হবে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে শুরু হতেই একের পর এক প্রশ্নে জড়িয়ে যায় CBI। শেষ পর্যন্ত পিছু হটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


নারদ কাণ্ড: সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল, ক্যাভিয়েট দাখিলের পথে CBIমঙ্গলবার বিচারপতি বিনীত সারন এবং বিচারপতি বি আর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু হয় শুনানি। মামলা সরানোর পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন শুরুতেই CBI-এর আইনজীবী তুষার মেহতা জানান, তদন্তকারী সংস্থার উপর চাপ তৈরির চেষ্টা হয়েছে। তাই মামলাটি রাজ্যের বাইরে স্থানান্তরিত করার জন্য আর্জি জানান তিনি। পালটা আদালতের প্রশ্ন, 'আমরা ধরনার বিপক্ষে। কিন্তু, মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী আইন হাতে তুলে নিলে অভিযুক্তদের কেন হয়রানি হবে?' শীর্ষ আদালতের বেঞ্চ সাফ জানায়, 'আমাদের মনে হয় না নিম্ন আদালতের বিচার ব্যবস্থা এতটা দুর্বল যে তাদের এভাবে প্রভাবিত করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও