সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়লেও দুর্নীতির কারণে বঞ্চিত প্রকৃত সুবিধাভোগী
যমুনা টিভি
প্রকাশিত: ২৫ মে ২০২১, ১১:৩১
প্রতিবছরের বাজেটে গুরুত্ব পায় সামাজিক নিরাপত্তামূলক খাত। বাড়ে বরাদ্দ; বাড়ে উপকারভোগীর সংখ্যা। কিন্তু শতভাগ সুফল মেলে না। অনিয়ম এবং দুর্নীতির কারণে বঞ্চিত হয় প্রকৃত সুবিধাভোগী। দেশে সামাজিক নিরাপত্তায় ১শ'র বেশি কর্মসুচি পরিচালনা করা হয়, কিন্তু নেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। বিশ্লেষকদের ধারণা, সুবিধা নিশ্চিত করা না গেলে বাড়বে দারিদ্র্য।