![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/25/og/093403_bangladesh_pratidin_qw2.jpg)
করোনার পর কাশি সারবে যেভাবে
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৫ মে ২০২১, ০৯:৩৪
কাশি উপশমে ঘরোয়া চিকিৎসা খুবই কার্যকরী। করোনাভাইরাস থেকে সেরে ওঠার পরও দুই-তিন সপ্তাহ পর্যন্ত কাশি থাকতে পারে। এক্ষেত্রে কিছু ঘরোয়া চিকিৎসা গ্রহণ করলে কাশি দ্রুত সেরে উঠবে।
বাসক পাতা
বাসক পাতা পানিতে সেদ্ধ করে, সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয়। প্রতিদিন সকালে এ পানি খেতে হবে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় বাসক পাতার রস খেলেও উপকার পাওয়া যাবে।