আসছে ইয়াস, 'বারান্দা বা ছাদ থেকে টব সরান'

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ২৫ মে ২০২১, ০৮:৫৫

গত বছর আমফানের তাণ্ডবে বারান্দা-ব্যালকনি কিংবা ছাদে থাকা গাছের টব বা ভারী জিনিস পড়ে আহত হয়েছিলেন অনেকেই। দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ে আট বছরের একটি শিশু ফুলের টব মাথায় পড়ার জেরে গুরুতর আঘাত পায়। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কলকাতা পুরসভার তরফে শুরু হয়েছে প্রচার। প্রতিটি ওয়ার্ডে পুরসভার পক্ষ থেকে তৈরি করা হয়েছে বিশেষ টিম। রবিবার সকাল থেকেই যারা এলাকায় এলাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে বলে চলেছে, দয়া করে ব্যালকনি-বারান্দা বা বাড়ির ছাদে গাছের টব বা ভারী কোনও জিনিস থাকলে তা সরিয়ে ফেলুন। মনে রাখবেন, আপনার কারণে যেন অন্যকে বিপদে পড়তে না হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও