![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-82928337,imgsize-263437/pic.jpg)
ভয়ংকর চেহারা নিল ঘূর্ণিঝড় ইয়াস, পূর্ব মেদিনীপুরে জারি রেড অ্যালার্ট
দিঘার আরও কাছে চলে এল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। দিঘা থেকে ৪৫০ কিমি দূরে রয়েছে ইয়াস (Yaas)। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করবে ইয়াস। বুধবার সকালেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে পৌঁছবে এই ভয়াল ঘূর্ণিঝড়। বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে বালাসোরের কাছে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন।