![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmad--20210524172822.jpg)
রাজৈরের দুই গ্রামে দুই ভ্যানচালককে কুপিয়ে হত্যা
মাদারীপুরের রাজৈর উপজেলায় আনুমানিক পাঁচ কিলোমিটার দূরত্বের দুটি গ্রামে দুই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সালাম শেখ ও মোতাহার দর্জি নামে ওই দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
রোববার (২৩ মে) রাত ৮টার পর রাজৈরের উত্তর হোসেনপুর গ্রামের চান্দেরবাজার ব্রিজের কাছ থেকে সালাম শেখ এবং সোমবার (২৪ মে) সকাল ৮টার দিকে রাজৈরের কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামের একটি পাটক্ষেতে মোতাহার দর্জির মরদেহ পাওয়া যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুপিয়ে হত্যা
- কুপিয়ে খুন