Black Fungus: কোভিড রোগীদের মধ্যে কেন বাড়ছে এই সংক্রমণ? জানুন...

এইসময় (ভারত) ভারত প্রকাশিত: ২৪ মে ২০২১, ১২:৫৪

করোনা আবহে দানা বাঁধছে নতুন রোগ। যা নিয়ে আতঙ্ক চড়াচ্ছে দেশে। যার উপসর্গগুলি নতুন করে জানতে পারছে মানুষ। কিছুটা যেন অচেনা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের মতোই। করোনার মতো এবার ব্ল্যাক ফাঙ্গাসকেও (black fungus) মহামারী ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, রাজস্থান, বাংলা-সহ একাধিক রাজ্যে হানা দিয়েছে এই সংক্রমণ।


 


ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) তথা মিউকরমাইকোসিস ঠিক কী?


ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) ছত্রাকবাহিত রোগ। বিরল কিন্তু সাংঘাতিক। মিউকরমাইসিটিস ছত্রাক থেকে হয়। নাক বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে যে ছত্রাক। দেহে গেলে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের সাংঘাতিক ক্ষতি করতে পারে। বিশেষ করে চোখের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও