কালো ছত্রাক নিয়ে সাবধানতা
সম্প্রতি করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই ভারতে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের সংক্রমণ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। ভারতের কোনো কোনো স্থানে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আশঙ্কাজনক হারে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে, আশার কথা হলো, বাংলাদেশে এখনো এই রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়নি।