![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbd-football-team-20210524112031.jpg)
সৌদিতে যাওয়া হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের আগে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচের বন্দোবস্ত করতে পেরেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সৌদি আরবে গিয়ে সেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা জামাল ভূঁইয়াদের এবং সে লক্ষ্যে আজই সৌদির উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।