আরও ১৫ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ল রাজস্থানে
এবার লকডাউনের (Lockdown) মেয়াদ বৃদ্ধি করল রাজস্থান সরকার। আরও ১৫ দিনের জন্য লকডাউন জারি হল এই রাজ্যে। রবিবার ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Asokh Gehlot)। রাজস্থানে লকডাউন (Rajasthan Lockdown) চলবে আগামী ৮ জুন পর্যন্ত।
প্রসঙ্গত, গত দু'দিন ধরেই রাজস্থানে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে চর্চা চলছিল। রবিবার অবশেষে দু'সপ্তাহের জন্য লকডাউন ঘোষণার পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহরে ভিড় শুরু হয়ে যায়। প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই দু'সপ্তাহের লকডাউনের জন্য নতুন গাইডলাইন জারি করা হয়েছে। ২৪ মে সকাল ৫টা থেকে আগামী ৮ জুন সকাল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।