সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৮৫ কিমি, ‘ইয়াস’ আতঙ্কে পশ্চিমবঙ্গ
ভয়ঙ্কর শক্তিশালী রুপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এই ঝড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। জানা গেছে, উত্তর আন্দামান ও বঙ্গোপসাগরে ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। আজ রাতের দিকে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল সকালের দিকে পরিণত হবে ঘূর্ণিঝড়ে।
ভারতের আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানিয়েছে, শক্তি বাড়িয়ে আগামিকাল রাতে ‘শক্তিশালী ঘূর্ণিঝড়’ এবং ২৫ মে সকালে ‘অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে এটি। তারপর বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসতে থাকবে ‘ইয়াস’।