ব্ল্যাক ফাঙ্গাস : স্বাস্থ্য বিভাগের নির্দেশনা পায়নি ভোমরা বন্দর
ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে বন্দর এলাকায় জরুরি ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ থেকে এখনো অফিসিয়াল কোনো নির্দেশনা পায়নি সাতক্ষীরা সিভিল সার্জন অফিস। ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
করোনা মহামারির প্রকোপ শুরুর পর থেকেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে কোনো সাধারণ পাসপোর্টযাত্রী ভারতে যাতায়াত করছেন না। শুধু বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকায় ভারতীয় ট্রাক শ্রমিকরা পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন। তাদের জন্য নির্ধারিত এলাকা ও খাবার হোটেল ঠিক করে দেয়া হয়েছে। বন্দর এলাকার বাইরে কোনো মানুষের সঙ্গে তারা মিশতে পারবেন না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া বন্দরের সব শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম করতে বলেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে