![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgonoshastha-20210523192749.jpg)
শিল্পী মিতা হকের চল্লিশার টাকা গণস্বাস্থ্যে দান
গত ১১ এপ্রিল একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মিতা হকের চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছে তার পরিবার।
রোববার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে চল্লিশা উপলক্ষে খরচের টাকা তুলে দেন মিতা হকের একমাত্র সন্তান ও সঙ্গীতশিল্পী জয়িতা।