You have reached your daily news limit

Please log in to continue


বাম্পার ফলেও লোকসানের শঙ্কায় মানিকগঞ্জের মরিচ চাষিরা

বছরের পর বছর কাঁচা মরিচের ন্যায্য দাম পেলেও এবার বাম্পার ফলনে লাভের মুখ দেখছেন না মানিকগঞ্জের মরিচ চাষিরা। লক-ডাউনে পাইকার না আসা ও বিদেশে এলসি বন্ধ থাকায় এবার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। তাই ভরা মৌসুমে কাঁচামরিচ রফতানির দাবি কৃষকের। 

স্থানীয় কৃষি বিভাগ বলছেন, এখন মরিচ রফতানি করলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর, ঘিওর ও দৌলতপুর উপজেলার মরিচে ক্ষেতগুলোতে যতদূর চোখ যায় কেবলই সবুজের সমারোহ। মাঠজুড়ে সবুজের ফাঁকে ফাঁকে দোল খাচ্ছে পাকা লাল আর আধা পাকা হলুদ রঙের মরিচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন