ফরিদপুরে ১১ প্রতারক গ্রেপ্তার
বিকাশের মাধ্যমে প্রতারণা করার অভিযোগে ফরিদপুরে একটি চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি মোবাইল ফোন, ৫৮টি সিম কার্ড জব্দ করা হয়। রোববার (২৩ মে) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ মে) ভোর রাতে জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে