![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fb2d7638a-6c90-48d4-94ff-18b34aeea0c3%252FCumilla_DH0515_20210523_Daudkandi_23_5_21_c_7_7.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দাউদকান্দিতে মহাসড়কে ঢাকাগামী যাত্রীদের চাপ
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা লোকজন দশম দিনেও কর্মস্থলে যোগ দিতে দলে দলে ঢাকায় ফিরছেন। লকডাউনে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় তাঁরা ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছেন।
আজ রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ, গৌরীপুর, শহীদনগর, হাসানপুর ও বলদাখাল এলাকা ঘুরে ঢাকাগামী যাত্রীদের চাপ দেখা গেছে।