মাথাব্যথা, চোখে-মুখে বিবর্ণতা ও নাক বন্ধ হওয়াও ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ: এমস কর্তা
কোভিড মুক্ত হওয়ার পরও যদি সর্বক্ষণ মাথাব্যথার উপসর্গ থেকে যায় কিংবা মুখের কোনও জায়গা যদি ফুলে যায়, সে ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শুধু তাই নয়, চোখে-মুখে বিবর্ণতা বা মুখের কোনও অংশে অনুভূতি নষ্ট হলেও চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে। দেশ জুড়ে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামক ছত্রাক সংক্রমণ নিয়ে আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে ওই রোগের কিছু উপসর্গের কথা বললেন দিল্লির এমস প্রধান রণদীপ গুলেরিয়া।