সীমান্তবর্তী ৭ জেলায় সংক্রমণ বেশি

প্রথম আলো স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৩ মে ২০২১, ০৮:২৫

ঈদের ছুটির পরপরই করোনা সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। সীমান্তবর্তী সাত জেলায় এই প্রবণতা বেশি। সরকারি কর্মকর্তারা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তা বুঝতে হলে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। পরিস্থিতি মোকাবিলার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চলমান কাজগুলো জোরদার করার প্রস্তুতি নিয়ে রেখেছে।


সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন প্রথম আলোকে বলেন, ‘যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে—এই জেলাগুলোতে সংক্রমণ কিছুটা বেশি লক্ষ করা যাচ্ছে। সীমান্তবর্তী এই জেলাগুলোতে সংক্রমণ বেশি হওয়ার সঙ্গে ভারতে যাতায়াতের একটি সম্পর্ক থাকতে পারে।’ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম আলোর রাজশাহী প্রতিনিধিকে জানিয়েছে, গতকাল শনিবার সকালে হাসপাতালে ১৪৬ জন করোনা রোগী ভর্তি ছিলেন, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ৭৭ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও