![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Femirat1-20210522211353.jpg)
আবুধাবিতে ৩০০ বাংলাদেশির মানবেতর জীবনযাপন!
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যাইনোনা জেনারেল ক্লিনিং কোম্পানি বিগত পাঁচ মাস থেকে বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে কোম্পানির শ্রমিকরা। আবুধাবির মাপরাক ক্যাম্পে কোম্পানির বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক শ্রমিক রয়েছেন। এছাড়া আল আইন এবং শারজায় একই কোম্পানির শ্রমিক রয়েছেন। গত পাঁচ মাস ধরে কোম্পানির কাজ-কর্ম বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন প্রায় ১০ থেকে ১২ বছরের কর্মরত অনেক শ্রমিক।