লালমনিরহাটে ৩ পরিবারকে এক ঘরে করার অভিযোগ
লালমনিরহাট সদর উপজেলায় তিন পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ উঠেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার জানান, খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়া গ্রামে এমন এক ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে ছেকনাপাড়া গ্রামের তিন ভাই রিয়াজুল ইসলাম (৬০), মো. ইসাহাক আলী (৭০) ও এমাদ উদ্দিন সরকারের (৯০) পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছে। এতে তিন পরিবারের লোকজনের সঙ্গে এলাকার অন্যরা মেলামেশা করছে না। তাদের সঙ্গে কোনো লেনদেন বা দোকানপাটে কেনাবেচা করছে না। শ্রমিকরা তাদের ক্ষেতে-খামারে কাজ করছে না।