আমরাই সংকট, আমরাই সমাধান
বৈচিত্র্য ও প্রতিবেশ ন্যায়বিচার নিয়ে কাজের সুবাদে প্রায়ই অনেকে একটা প্রশ্ন করেন, দেশে প্রাণবৈচিত্র্যের কী অবস্থা? অবশ্য তাদের অধিকাংশই ‘জীববৈচিত্র্য’ প্রত্যয়টি ব্যবহার করেন। এর ভেতর আবার বড় অংশটিই ‘জীববৈচিত্র্য’ বলতে শুধু বন্যপ্রাণী বোঝেন। এর ভেতর বড় দলটি বন্যপ্রাণী বলতে বাঘ, বানর, হাতি কিংবা কুমিরকে সামনে রাখেন। তো, অধিকাংশ সময় আমি এই মৌলিক প্রশ্নটির কোনো জুতসই উত্তর দাঁড় করাতে পারি না। কারণ এ প্রশ্নটি শুনলে বারবার আমার মনে হয়, প্রশ্নটি তো আমাকেও করা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- জীবন বৈচিত্র্য
- ন্যায় বিচার