ভারত জুড়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার
ভারত জুড়ে এখন পর্যন্ত প্রায় নয় হাজার মানুষ মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়। এই মহামারি মোকাবেলায় ইতোমধ্যে ২৩ হাজার জরুরি ওষুধের ভায়াল বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। শনিবার (২২ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ সবচেয়ে বেশি গুজরাট রাজ্যে। এখানে রোগীর সংখ্যা দুই হাজার ২৮১ জন। এরপরে আছে মহারাষ্ট্র। ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস রোগীর সংখ্যা এখন ১৯৭।