![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F218b0235-44ab-4d70-94e6-21e7bd5ca391%252FPress_Club____11_.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
রোজিনার মুক্তি: তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা
সাংবাদিকদের কয়েকটি সংগঠন যৌথভাবে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এই দাবি নিয়ে তাঁরা আগামীকাল রোববার সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।সাংবাদিক নেতারা আশা করছেন, আগামীকাল রোববার রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন।