৭০০ বছর ধরে উঁচু থেকে ফেলে দেওয়া হয় শিশুকে!
শিশুর মঙ্গল কামনায় তার মাথায় হাত বুলিয়ে দেওয়া কিংবা আদর করা খুবই সাধারণ বিষয়। কখনো কি শুনেছেন, শিশুকে উঁচু থেকে ফেলে দেওয়া হয়, তার মঙ্গল কামনায়! তাও আবার ৩০ ফুট উঁচু থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নীচে। এভাবেই ৭০০ বছর ধরে চলছে এক অদ্ভুত রীতি।
ধর্মীয় কুসংস্কার অনুসারে ভারতের গ্রামীণ কিছু পরিবার (হিন্দু এবং মুসলমান উভয়ই) তাদের শিশুদেরকে মাজারের ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয়। অন্যদিকে নীচে বিছানার চাদর দুই প্রান্তে ধরে দাঁড়িয়ে থাকে শিশুর অভিভাবক। নিচে পড়া মাত্রই শিশুকে ধরে ফেলেন তারা।