![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frice-20210522134732.jpg)
পুরাতন চাল বাড়তিই, কম দামে মিলছে নতুন চাল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ মে ২০২১, ১৩:৪৭
বাজারে চালের সরবরাহ বাড়লেও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে পুরাতন চাল। তবে পুরাতন চালের তুলনায় কেজিতে ছয় থেকে আট টাকা কমে পাওয়া যাচ্ছে নতুন চাল। অবশ্য ব্যবসায়ীরা বলছেন- কিছুদিনের মধ্যে পুরাতন চালের দামও কিছুটা কমে আসতে পারে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দাম
- পুরাতন চাল
- নতুন চাল