![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Faguero-20210522100838.jpg)
অর্ধেকেরও কম বেতনে বার্সেলোনায় চুক্তি আগুয়েরোর!
বয়স ৩৩, ফর্মটাও আগের মতো নেই। তাই টাকা-পয়সার চিন্তা বোধ হয় মাথা থেকে ঝেড়ে ফেলেছেন সার্জিও আগুয়েরো। স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমের খবর, প্রায় অর্ধেক বেতনে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন তিনি।